নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২১ ৮:৪০ : অপরাহ্ণ
চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় চীন এসব টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে।
আজ (১০ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হরযত শাহ জালাল বিমানবন্দরে এসব টিকার চালান পৌঁছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে চীনের সিনোফার্মের ১৭ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে পৌঁছেছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে।
তিনি বলেন, আরো ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আলোচনা করে আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার জন্য চুক্তি পর্যায়ে আছি। চীনের টিকা অক্টোবরে ২০ মিলিয়ন ও নভেম্বরে ২০ মিলিয়ন পাব। ফাইজারের টিকা ৬ লাখ পাব। এর বাইরে ভারতের টিকা পাব। তবে এখন ভারতের জট খোলেনি।