বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

পরীমনির বাসায় সব মদের বোতল খালি ছিল, দাবি তার আইনজীবীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২১ ১১:৫৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে উদ্ধারকৃত মদের বোতলগুলো খালি ছিল এবং কোনো ভরা বোতল জব্দ করা হয়নি বলে দাবি করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন।

পরীমনির আইনজীবী বলেন, ‘গতকাল (বুধবার) বিকেল থেকে রাত পর্যন্ত পরীমনির বাসায় যে তল্লাশি চালানো হয়েছে, তাতে কী পাওয়া গেছে তা সবাই জানে। বাসায় থাকা মদের খালি বোতল পাওয়া গেছে কয়েকটি। এগুলো শুধুমাত্র ঘরের শোভা বর্ধনে রাখা ছিল। ’

আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি বলেন, ‘পরীমনির বাসা থেকে যে সাড়ে ১৮ লিটার মদ উদ্ধার দেখানো হয়েছে, তা তার বাসায় ছিল না। তার বাসায় কয়েকটি খালি মদের বোতল ছিল। সেগুলো ডেকোরেশন পিস হিসেবে রাখা ছিল। এগুলো জব্দ তালিকায় দেওয়া হয়েছে। এছাড়া তার কাছে কোনো আইস এবং এলএসডি ছিল না।’

পরীমনির আইনজীবী বলেন, ‘পরীমনি একজন স্বনামধন্য শিল্পী। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন। রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা।’

পূর্ব শত্রুতার জেরে এই মামলাটি করা হয়েছে দাবি করে নীলঞ্জনা রিফাত সুরভি আদালতকে আরও বলেন, ‘এ মামলায় পরীমনিকে হয়রানির কারণ পেছনের একটি দ্বন্দ্ব (ঢাকা বোর্ড ক্লাবের নির্বাহী কমিটির সাবেক সদস্য নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা)। তার মানসম্মান নষ্টের জন্যেই এ মামলা। স্বনামধন্য একজন নায়িকার মানসম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য রিমান্ড না মঞ্জুর করা প্রয়োজন। তাকে জামিন দেয়া উচিত।’

এমন ঘটনায় পরীমনি অত্যন্ত বিব্রত ও লজ্জিত এবং এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তার আইনজীবী।

রিমান্ড শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, ‘মামলার আসামি পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এই মাদক কোথা থেকে আসল? তার উৎস কী? কে এই মাদক পাঠাল? মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।’

রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে পরীমনির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার বিকেলে হঠাৎ করেই পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ‘বাসায় অজ্ঞাত ব্যক্তিরা’ দরজা ধাক্কাধাক্কি করছেন বলে অভিযোগ করেন।

পরে জানা যায়, র‌্যাব সদস্যরা তার বাসায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে যান। বিকেল পাঁচটা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, আইস ও এলএসডি মাদক উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় পরীমনিকে আটক করা হয়। পরে বনানী থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন:

পরীমনিকে ৪ দিনের রিমান্ডে পেলো পুলিশ

আরও পড়ুন:

র‌্যাব কার্যালয়ে কান্নাকাটি, সারা রাত ঘুমাননি পরীমনি

আরও পড়ুন:

পরীমনি সর্ম্পকে মুখ খুললেন তার প্রথম স্বামী

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/08/05/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf/

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর