শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

লকডাউনে দেশজুড়ে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে: জিএম কাদের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুন, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ

লকডাউন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এসব পরিবারে। এ কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া অভাবের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।

আজ শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না।

জাপার চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ রয়েছে। তাদের ঘরে খাবার মজুত থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সঙ্গে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশুখাদ্য কিনতে হয়। দিতে হয় বাসাভাড়াও।

বিবৃতিতে জি এম কাদের বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেন চুরি না হয়, সে জন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর