রবিবার, ২৬ মে, ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

হাসপাতালে খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন: ফখরুল


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৫ মে, ২০২১ ৭:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে, আন্তরিকতার সঙ্গে দোয়া করি তার আশু রোগমুক্তির জন্য।’

বুধবার (৫ মে) বিকেলে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনে তৈরি ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপস’ এর উদ্বোধন উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনা মহামারিতে সরকারি প্রণোদনা নিয়েও দুর্নীতি হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘করোনায় যে প্রণোদনা দেওয়া হয়েছে তাতেও পুরোপুরিভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।’

করোনা টেস্টে নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখলাম যে, দুটো হাসপাতাল উধাও। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে হারে দুর্নীতি হচ্ছে, তাতে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। চরম ভঙ্গুর এই স্বাস্থ্যখাত সরকার তৈরি করেছে। সরকারের ব্যর্থতা-অযোগ্যতায় গোটা জাতি আজ বিপদের সম্মুখীন।’

করোনাভাইরাস সংক্রমণে সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রকৃত পক্ষে মহামারী শুরু হওয়ার পর থেকে সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা এই করোনাভারাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে কারোনা চিকিতসার জন্যে সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থাই গ্রহন করা হয়নি।’

বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত না তাই তাদের কোনো জবাবদিহিতাও নেই। সেজন্য মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও তাদের কোনো দায়িত্ববোধ নাই। দায়িত্বহীনতার কারণে, জবাবহীনতার কারণে আজ গোটা জাতি চরম বিপদের মুখে।’

অনুষ্ঠানে লন্ডন থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা প্রচার করা হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, ডা. আশরাফুল হাসান মানিক প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর