সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

বিএনপি নয়, হেফাজতের সঙ্গে সরকারই সম্পৃক্ত, কাদেরকে পাল্টা জবাব ফখরুলের


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি নয়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারই সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন রাখেন-‘হেফাজতের সঙ্গে সম্পৃক্ত তো আপনারা। আপনারা প্রধানমন্ত্রীর বাসায় বসে মিটিং করে তাদের (হেফাজতে ইসলাম) সঙ্গে চুক্তি করেছেন। প্রধানমন্ত্রীকে কওমি-মাতা উপাধি দেওয়া হয়েছে। আমরা হেফাজতের সঙ্গে সম্পৃক্ত হলাম, না আপনারা?’

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই প্রশ্ন রাখেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ‘করানো মোকাবিলায় স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেছিলেন, হেফাজতে ইসলামের তান্ডবে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে, তার শুধু পৃষ্ঠপোষকতাই নয় বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিলো বিএনপি।’

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে কয়েকটি বাম সংগঠন এবং হেফাজতে ইসলামের প্রতিবাদ-বিক্ষোভের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এখানে যেকোনো সংগঠনের, যেকোনো রাজনৈতিক দলের যেকোনো প্রতিবাদ করা তো তাদের অধিকার, এটা তার সংবিধান সম্মত অধিকার।’

বিএনপি মহাসচিব সরকারের দিকে তীর ছুঁড়ে বলেন, ‘আপনি গণতন্ত্রের কথা বলবেন অথচ কাউকে প্রতিবাদ করতে দিবেন না, আপনি কাউকে কথা বলতে দিবেন না, অন্যায়গুলোকে তুলে ধরতে দিবেন না, ভুলগুলোকে চিহ্নিত করতে দিবেন না। তাহলে কীভাবে একটা সরকার চলতে পারে! যেটা তো আর যাই হোক, গণতান্ত্রিক সরকার হতে পারে না।’

সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘২৬ মার্চের পর থেকে গত কয়েকদিনে বোধহয় কয়েক হাজার গ্রেপ্তার করে ফেলেছে। শুনলে অবাক হবেন চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকায় দলের (বিএনপি) কর্মীরা রাতে বাসায় থাকতে পারেন না। ব্লকরেইড করছে, কেরানীগঞ্জে ব্লকরেইড করে আমাদের নেতা-কর্মীদের অ্যারেস্ট করছে। কিছু বলতে গেলেই তারা বলে যে, হেফাজতের সঙ্গে সম্পৃক্ততা আছে।’

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ফারাহ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজমুদার, জেএসডির কার্যকরী সভাপতি মো. সিরাজ মিয়া, আ ক ম আনিসুর রহমান খান কামাল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, সহসভাপতি তৌহিদুল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর