রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

সরকার কি পক্ষপাতদুষ্ট, প্রশ্ন সাংসদ নজিবুল বশরের


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২১ ৯:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের এক পক্ষের নেতাদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বেচে বেচে হেফাজতের এক পক্ষের নেতাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে? সরকার ও প্রশাসন কি পক্ষপাতদুষ্ট? ধরলে সবাইকে ধরা উচিত। সরকারের এই পদক্ষেপটা সবাই ভালোভাবে নিচ্ছে না।’

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় সম্প্রতি হেফাজতে ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরীপন্থী নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। এ পর্যন্ত হেফাজতের শীর্ষ ১০ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এসব মামলায় আসামির তালিকায় থাকা হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফিপন্থী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে না। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সহকারী যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহী ও আল্লামা শফির ছেলে আনাস মাদানীসহ আরও অনেক আহমদ শফিপন্থী নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ নিয়ে প্রশ্ন তুলে ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সরকারের এ বিষয়টা পরিস্কার করা উচিত। সরকার কৌশলগত কিছু করতে চাইলে সেটা আমাদের বলে দেওয়া উচিত। আমার দাবি হলো, ২০১৩ সালে তাণ্ডবের ঘটনায় হেফাজতের সব নেতাদের গ্রেপ্তার করা হোক।’

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী প্রশ্ন রাখেন, ‘সেদিন শাপলা চত্বরে তরিকত ফেডারেশনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি দিয়েছিলাম। সেদিন আল্লামা শফির অনুসারী মুফতি ফয়জুল্লাহ ও মাঈনুদ্দিন রুহী আমাকে সরকারের দালাল বলেছিল। তারা আজকে সরকারের এতো ঘনিষ্ঠ কীভাবে হয়ে গেল?’

১৪ দলের এই নেতা বলেন, ‘সরকার যদি মনে হেফাজতের একটি অংশ সরকারের পক্ষে, আরেকটি অংশ সরকারের বিপক্ষে, তাহলে সরকার সেটা মারাত্মক ভুল করবে।’

সরকারের উদ্দেশে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘পক্ষপাতদুষ্ট হয়ে একপক্ষকে ফেলে আরেক পক্ষকে দাঁড় করাবেন। কিন্তু সেই পক্ষ যে সরকারের পক্ষে থাকবে, নৌকায় ভোট দিবে, সেটার গ্যারান্টি কি? আমি মনে করি, এর কোনো গ্যারান্টি নেই।’

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/04/13/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর