মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘আগুন নিয়ে খেলবেন না, ভয়াবহ পরিণতি হবে’, হেফাজতকে হুংকার কাদেরের


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২১ ২:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেফাজতে ইসলামকে হুংকার দিয়ে বলেছেন, ‘আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনে আপনাদের হাত পুড়ে যাবে। সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ।’

আজ বুধবার (৭ এপ্রিল) সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলামকে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্বে আছে বলেই প্রতিক্রিয়াশীল চক্রের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে আওয়ামী লীগ এখনও দায়িত্বশীল আচরণ করছে, সহনশীলতা দেখাচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আঘাত এলে প্রতিঘাত করতে জানে এবং আক্রমণ করলে পাল্টা আক্রমণও করতে জানে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা কোনো ধর্মান্ধতাকে সমর্থন দেয় না। ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না।’

আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আগুন সন্ত্রাস ও অশুভ শক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর