শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

উখিয়ায় আবারও আগুন, ঘুমন্ত অবস্থায় ৩ জনের মৃত্যু


প্রতিনিধি, উখিয়া প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ১০:১১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের কাছে কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে ঘুমন্ত অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হলেন-আনসারুল্লাহ, আয়াজ ও ফয়জুর রহমান। তারা দোকানের ভিতর ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।

কী কারণে আগুন লেগেছে তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক।

তিনি জানান, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস অফিস থেকে একটি এবং উখিয়া থেকে দুটি ইউনিট কুতুপালং বাজারের ওই মার্কেটের আগুন নেভানোর কাজ শুরু করে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কুতুপালং রোহিঙ্গা বাজারের ১০ টি দোকান পুড়ে গেছে। একটি দোকানের টয়লেট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে গত ২২ মার্চ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর