শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ১১:১৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান, গত ২৯ মার্চ আতাউর রহমানের করোনা সনাক্ত হয়। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর