সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ মার্চ, ২০২১ ৯:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, ‘বাংলাদেশে তো অনেকেরই চিকিৎসা হয়, আমাদের অনেক এমপি এই করোনাকালে মৃত্যুবরণ করেছেন, কাউকে কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হয়নি। অনেকেই এদেশে চিকিৎসা করে ভালো হয়েছেন। তাহলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে হবে কেন? চিকিৎসা তো বাংলাদেশেও আছে। তার (খালেদা জিয়া) যে শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে, এগুলো বহু বছরের পুরোনো অসুবিধা।’

আজ শুক্রবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রামের ফয়েস লেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে আর্থ্রাইটিস সমস্যা সেটা ২০ বছরের পুরোনো সমস্যা। সেই সমস্যা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। একই সমস্যাকে বারবার ঘুরিয়ে দেখানো, এটি তো সমীচীন নয়। এজন্য আমি বিএনপিকে অনুরোধ জানাব, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, হাঁটু বা কোমরের ব্যথা নিয়ে রাজনীতি না করার জন্য।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি আদালত কর্তৃক খালাস পাননি, আদালত থেকে জামিনও পাননি। বেগম খালেদা জিয়া যে আজকে মুক্তি নিয়ে জেলখানার বাইরে ঘরে অবস্থান করছেন সেটি বঙ্গবন্ধু কন্যার মানবিকতার কারণে করছেন। খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অত্যন্ত দয়া পরবশ হয়ে প্রশাসনিক ক্ষমতাবলে তাকে মুক্তি দিয়েছেন ৬ মাসের জন্য। সে জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রশাসনিকভাবে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও একদফা বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। বিএনপি নেতারা আবার সরকারের পতনও চাচ্ছেন। আবার বলছেন আমরা কোন করুণা চাই না। বিএনপি নেতাদের কথা এবং কাজের মধ্যে সবসময় দ্বিচারিতা। এই ক্ষেত্রেও আমরা সেটি লক্ষ্য করছি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর