বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ক্ষমতা টিকিয়ে রাখতেই ডিজিটাল আইন : মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ মার্চ, ২০২১ ২:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার জনগণের সরকার নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ডিজিটাল আইনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের চক্রান্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে সরকার। শুধু ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বহুত আইন সৃষ্টি করা হয়েছে, যা দিয়ে অন্যায় অবিচার, নিপীড়ন, অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে। এই ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইনে গ্রেপ্তারকৃত সব মানুষকে মুক্তি দিতে হবে।’

বিএনপির মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর