শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

তিস্তার পানি আগে আমি খাবো, তারপর বাংলাদেশকে দেবো: মমতা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ মার্চ, ২০২১ ৯:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তিস্তার পানি নিয়ে আবারও কঠোর অবস্থান জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘তিস্তার পানি আগে আমি খাবো, তারপর বাংলাদেশকে দেবো।’

আজ (৭ মার্চ) রোববার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক নির্বাচনী জনসভায় বক্তৃতার এক পর্যায়ে তিস্তার প্রসঙ্গ তোলেন মমতা।

মমতার ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে ওই বক্তৃতা লাইভ করা হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতাকে বলতে শোনা যায়, ‘হঠাৎ করে বলে দিল তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করল না।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ভালো’ দাবি করে মমতা বলেন, ‘আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। খুব ভালোবাসি।’

মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বলেন, ‘একটা রাজ্য সরকার আছে। তুমি হঠাৎ গিয়ে বলে আসছ আমার রাজ্যটাকে বিক্রি করে দেবে। বাহ, বাহ। অত সস্তা নয় ভাই।’

তিস্তাকে উত্তরবঙ্গের হিস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তো বলিনি জল দেব না। কিন্তু আমি খাব, তারপরে তো দেব। আমার ঘরে থাকবে, তারপরে তো আমি দেব।’

ভবিষ্যতে তিস্তার পানি দেয়ার কথা বলার বিষয়ে মোদিকে সতর্ক করে দেন মমতা। বলেন, ‘আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন।’

তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বাংলাদেশের। ভারতের পক্ষ থেকে বারবার এ সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। অবশ্য ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেই এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। এ জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি লাগে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর