সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

গণতন্ত্র কেড়ে নিয়ে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ: ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ মার্চ, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র কেড়ে নিয়ে স্বাধীনতার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, ‘এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। একজন ছাড়া এখানে কেউ থাকবে না। এখনও বাংলাদেশে সেটাই চলছে।’

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ নতুন প্রজন্মের মাঝে দলীয় ধারণা চাপিয়ে দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে এবং সুপরিকল্পিতভাবে প্রকৃত ইতিহাস থেকে বিচ্যুত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ। সত্যকে চেপে রেখে দলীয় ভাবনা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। দায়িত্বশীল দল হিসেবে বিএনপি প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রয়োজন উপলব্ধি করেছে।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নিজেকে রক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে।’

জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘খেতাবে কি আসে যায়, জিয়াউর রহমানের খেতাবের প্রয়োজন হয় না, তিনি মানুষের হৃদয়ে বসে আছেন। তাকে এতো সহজে মুছে ফেলা যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বছরব্যাপী। এর মাধ্যমে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। কোনো দল বা ব্যক্তিকে ছোট করা হবে না। যার যে অবদান আছে সেগুলো নতুন প্রজন্মকে জানানোর অধিকার আমাদের।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর