মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

গত ১২ বছরে আমরা অনেক কিছুই করতে পারিনি: আমীর খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ ফেব্রুয়ারি, ২০২১ ৮:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গত ১২ বছরে বিএনপি অনেক কিছুই করতে পারেনি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশা করছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কর্মসূচি নিয়ে। তিনি বলেন, ‘বিএনপি সবচেয়ে বড় গ্রহণযোগ্য একটি দল, সেটা প্রমাণিত করতে হবে এ কর্মসূচির মাধ্যমে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এমনভাবে উদযাপন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে যে, বিএনপিই প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের দল। এর মাধ্যমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দর্শন আদর্শ তুলে ধরার বিরাট সুযোগ হবে।’

আজ (১৫ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ভুল তথ্য দিয়ে জনগণকে যেভাবে বিভ্রান্ত করেছে তা পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। সত্যিটা উঠে আসা জরুরি। ইতিহাস কীভাবে তৈরি হবে সেটার সিদ্ধান্ত যখন রাজনীতিবিদরা নিতে থাকেন তখন তা আর ইতিহাস থাকে না, হয়ে যায় প্রোপাগাণ্ডা।’

তিনি বলেন, ‘বছরজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সত্যিকারের ইতিহাস কি হওয়া উচিত তা আলোচনা পর্যালোচনা করে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে প্রতিমাসের কর্মসূচি আগে থেকে জানিয়ে দেওয়া হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। আজকে স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে। সেই বিকৃত ইতিহাস সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান প্রমুখ।

 

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর