শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

সুনামগঞ্জে যাচ্ছেন মাওলানা মামুনুল হক, ঠেকাতে প্রস্তুত পুলিশ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হকের সুনামগঞ্জের ছাতকে আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই হেফাজত নেতা আজ (১৩ ফেব্রুয়ারি) শনিবার উপজেলার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, আয়োজকরা প্রশাসনের কাছ থেকে সম্মেলনের অনুমতি নিলেও এতে মাওলানা মামুনুল হকের অংশ নেওয়ার বিষয়টি তারা গোপন রাখেন। সম্মেলনে মামুনল হকের অংশ নেওয়ার বিষয়টি জানতে পেরে পুলিশ এখন তাকে আটকাতে কঠোর অবস্থান নিয়েছে। এ নিয়ে আয়োজক ও পুলিশ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাদ্রাসার সম্মেলন আয়োজনকারীরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে মামুনুল হক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন। মামুনুল হককে সুরক্ষা দিতে দুই শতাধিক যুবককে নিয়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি করেছে আয়োজকরা।

মাদরাসার প্রধান পরিচালক মাওলানা আব্দুস সামাদ বলেন, সম্মেলনে মামুনুল হকের অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি আমরা শুক্রবার প্রশাসনকে জানিয়েছি। আশা করছি প্রশাসন অনুমতি দিবে। ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে দুই শতাধিক যুবককে নিয়ে স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।

পুলিশ বলছে, মাওলানা মামুনুল হকের আসার বিষয়ে কোনও অনুমতি নেয়নি মাদরাসা কর্তৃপক্ষ। তাই কেউ আইন অমান্য করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

সুনামগঞ্জ ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানিয়েছেন, মাদরাসার মাহফিল করতে কোনও বাধা বা নিষেধ নেই। তবে এতে মাওলানা মামুনুল হক আসার বিষয়ে কোনও অনুমতি নেই। অনুমতি ছাড়া যদি মামুনুল হক আসেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর