বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ফ্রান্সের সমান দেশ ধ্বংসে সক্ষম


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২১ ৯:২৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর-এস-২৮ ‘সারমাত’ পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া। ৬ হাজার ২০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আধুনিক এই ক্ষেপণাস্ত্রটি শীঘ্রই পরীক্ষা চালানোর কথা জানিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সাই শোইগু স্থানীয় একটি সামরিক পত্রিকাকে জানান, রাশিয়ার সারমাত আর-২৮ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অদূর ভবিষ্যতে শুরু হবে। এখন পর্যন্ত আশানুরূপ ফলাফল পাওয়া গেছে।

দেশটির ডেপুটি প্রতিরক্ষমন্ত্রী ক্রিভেরুচকো, কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর বাধা হতে পারবে না।

আরএস-২৮ সারমাত-এর ওজন ২০৮ টন। উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের টেক্সাস অথবা ফ্রান্সের সমান কোন অঞ্চল ধ্বংস করে দিতে সক্ষম বলেও জানিয়েছে দেশটি। এমনভাবে নকশা করা হয়েছে, বহু ওয়ারহেড সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলতে পারবে।

ডেপুটি প্রতিরক্ষমন্ত্রী ক্রিভেরুচকো জানিয়েছেন, সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে সারমাত-এর পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। রাশিয়ার নতুন অস্ত্র পরীক্ষা চালানোর সিদ্ধান্তের বিষয়ে এখনো অন্য দেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ডেইল মিরর ও ডেইলি এক্সপ্রেস

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর