শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

অভিনেতা-নাট্যকার মান্নান হীরা আর নেই


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২০ ১০:৪৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার মান্নান হীরা আর নেই। আজ বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মান্নান হীরা ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি। এর আগে তিনি আরণ্যক নাট্যদলের দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন এবং নাট্যকার সংঘের প্রথম সভাপতি ছিলেন।

নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।

তিনি ছিলেন একজন প্রশংসিত নির্মাতাও। তিনি ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এ ছাড়াও, ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।

তার মৃত্যুতে নাট্যঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর