বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি রাজনীতিতে মাস্তান চক্রের জনক, তোপ ওবায়দুল কাদেরের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২০ ৮:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপিকে আক্রমণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ‘বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক,জন্মলগ্ন থেকে বিএনপি ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত’-আজ শনিবার (১২ ডিসেম্বর) বগুড়ার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই বিএনপিকে তুলোধুনো করলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনে যুক্ত হন।

মাস্তানি বিএনপির হাতিয়ার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের রাজনীতির সঙ্গে দেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তারা গণতন্ত্রের কথা বললেও জন্ম থেকে অগণতান্ত্রিক চর্চাই তাদের ঐতিহ্য।’

বিএনপির অতীত ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ।’

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই। অযথা দূতাবাসে ছুটোছুটি, গোপনসভা আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, সময় হলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত-ই-ইলাহীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর