শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

কাপ্তাইয়ে জনসংহতি সমিতির দুই সদস্যকে গুলি করে হত্যা




প্রকাশের সময় : ১১ নভেম্বর ২০২০, ৪:৩২ অপরাহ্ণ

রাজনীতি সংবাদ প্রতিবেদন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানিয়েছেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার মৃত কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩৫)।

নিহত দুজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার গণমাধ্যম কর্মীদের জানান, প্রাথমিকভাবে সুভাষের শরীরে দুটি এবং ধনঞ্জয়ের শরীরে পাঁচটি গুলির ক্ষত দেখা গেছে। অস্ত্রধারী দুর্বৃত্তরা আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই হামলা করেছে বলে মনে হচ্ছে।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। নিহতরা পিসিজেএসএস’র সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বর্তমানে গর্জনিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর