মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

উপনির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার আহবান আ.লীগের


প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২০ ৯:৫২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজনীতি সংবাদ ডেস্ক
দুই উপ নির্বাচনে সকলকে উৎসব মূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিয়মিত নির্বাচনে অংশ নেওয়া এখন বিএনপির কাছে খেলা। ঢাকা ১৮-তে বিএনপি প্রার্থী দলীয়ভাবেই গ্রহনযোগ্য নয় কারণ এই প্রার্থী বহিরাগত। আগে থেকে পরাজয় নিশ্চিত জেনে জনবিচ্ছিন্ন হয়ে ভয়ে অমূলক কথা বলে বিএনপি। বিএনপির প্রার্থী এই এলাকায় স্থানীয় নয়, তিনি হলেন এই এলাকার জামাই। এই প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ঢিল নিক্ষেপ করেছে নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘বিএনপির নির্বাচন নিয়ে নিলজ্জ মিথ্যাচার করছে। আমরা আশা করবো যতদূর সম্ভব আওয়ামী লীগের ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যায়। তাদের প্রতি আমরা এ আহ্বান জানিয়েছি। আশা করি এ নির্বাচনে আমরা অবশ্যই আশানুরূপ জনগণের সমর্থন পাবো।’

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় একজন মানুষ। অন্যদিকে বিএনপির মনোনিত প্রার্থী ওই এলাকার মানুষ নন, তাকে সবাই জামাই হিসেবে চেনে। তার বিরুদ্ধে ঢাকা শহরের সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার জনশ্রুতি রয়েছে। উত্তরা এলাকায় তার পক্ষে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ও জমায়েত ও দেখা গেছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও শাহাবুদ্দিন ফরাজি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর