গাড়িতে আগুন Archives | রাজনীতি সংবাদ https://rajnitisangbad.com/tag/গাড়িতে-আগুন/ Bangla News Portal Thu, 31 Oct 2024 12:29:02 +0000 en-US hourly 1 https://i0.wp.com/rajnitisangbad.com/wp-content/uploads/2023/01/cropped-Rajniti-Sangbad-Icon-2.png?fit=32%2C32&ssl=1 গাড়িতে আগুন Archives | রাজনীতি সংবাদ https://rajnitisangbad.com/tag/গাড়িতে-আগুন/ 32 32 197672616 মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের হামলা, গাড়িতে আগুন https://rajnitisangbad.com/2024/10/31/%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8/ https://rajnitisangbad.com/2024/10/31/%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8/#respond Thu, 31 Oct 2024 06:07:37 +0000 https://rajnitisangbad.com/?p=53707 রাজধানীর মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায়

The post মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের হামলা, গাড়িতে আগুন appeared first on রাজনীতি সংবাদ.

]]>
রাজধানীর মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেন। এসব শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করেন। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষের ঘটনায় আল আমিন ও রুমা বেগম নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন দাবিতে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে গেলে প্রথমে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। পরে আত্মরক্ষায় পুলিশও লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে।

 

এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে দেওয়া আগুন নিভিয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে কচুক্ষেতে আগুন লাগার খবর পাই আমরা। পরে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে গাড়ি দুটির আগুন নেভায়।

ভাষানটেক থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

The post মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের হামলা, গাড়িতে আগুন appeared first on রাজনীতি সংবাদ.

]]>
https://rajnitisangbad.com/2024/10/31/%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8/feed/ 0 53707
৪৮ ঘণ্টার অবরোধ চলছে, ৬ গাড়িতে আগুন, বিক্ষোভ https://rajnitisangbad.com/2023/12/03/%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1/ https://rajnitisangbad.com/2023/12/03/%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1/#respond Sun, 03 Dec 2023 04:19:48 +0000 https://rajnitisangbad.com/?p=44440 সরকার পতনের দাবিতে নবম ধাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা জোটের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ রোববার ভোর ৬টা

The post ৪৮ ঘণ্টার অবরোধ চলছে, ৬ গাড়িতে আগুন, বিক্ষোভ appeared first on রাজনীতি সংবাদ.

]]>
সরকার পতনের দাবিতে নবম ধাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা জোটের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক এ অবরোধ চলবে।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এ অবরোধের আওতামুক্ত থাকবে।

অবরোধে দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সকাল থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় টার্মিনালের কাউন্টারগুলো। কিন্তু যাত্রী নাই। দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে।

রাজধানীর কিছু কিছু এলাকায় বাহী বাস চললেও তাতে যাত্রী ছিল কম। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশা চলাচল করছে।

এদিকে অবরোধ শুরুর আগেই গতকাল শনিবার রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে ৬টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল, মিরপুর, লালমাটিয়া, তেজগাঁও ও আগারগাঁওয়ে এসব গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরমধ্যে চারটি বাস, একটি ট্রাক ও একটি প্রাইভেট কার রয়েছে। ঢাকার বাইরে নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অবরোধ সমর্থনে সকালে রাজধানীর কাকরাইল ও বনানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিক্ষোভপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা’ স্টাইলে নির্বাচন করতে অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।’’

তিনি বলেন, ‘‘শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোন ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকলো না থাকলো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলো না থাকলো, তাতে তার কোন কিছু আসে যায় না। তার চাই শুধু ক্ষমতা। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না।’’

ওদিকে হাতিরপুলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা।

একই সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে অষ্টম দফায় ১৫ দিন অবরোধ ও চারদিন হরতাল পালন করে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলো।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা জোট।

এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফায়, ১৪ ও ১৫ নভেম্বর পঞ্চম দফায় অবরোধ, ১৯ ও ২০ নভেম্বর হরতাল, ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ, ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফায় অবরোধ এবং অষ্টম দফায় ২৮ নভেম্বর অবরোধ ও ২৯ নভেম্বর হরতাল কর্মসূচি পালন করে তারা।

The post ৪৮ ঘণ্টার অবরোধ চলছে, ৬ গাড়িতে আগুন, বিক্ষোভ appeared first on রাজনীতি সংবাদ.

]]>
https://rajnitisangbad.com/2023/12/03/%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1/feed/ 0 44440
বিএনপির রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর https://rajnitisangbad.com/2023/09/17/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf/ https://rajnitisangbad.com/2023/09/17/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf/#respond Sun, 17 Sep 2023 09:44:32 +0000 https://rajnitisangbad.com/?p=41966 নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চে অংশ নিতে যাওয়া গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে

The post বিএনপির রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর appeared first on রাজনীতি সংবাদ.

]]>
নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চে অংশ নিতে যাওয়া গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালপুর থেকে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। পথে গতি রোধ করে নেতা-কর্মীদের মারধর করে গাড়িতে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নেতা-কর্মীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহতরা হলেন-নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল রানা, লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বিলমারিয়া ইউপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনারুল ইসলাম, দুরদুরিয়া ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাবিল এবং ওয়ালিয়া ইউপি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জহির শেখ।

এর আগে শহরতলী দিঘাপতিয়া মোড়ে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।

এছাড়া বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে বিএনপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। যদিও সরকারদলীয় নেতারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বগুড়ায় তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের লোকজন পথ রোধ করে তাদের মারধর করে এবং গাড়িতে আগুন দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। জীবন বাঁচাতে আহত নেতা-কর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নেন।

সদর থানার ওসি নাছিম উদ্দিন জানান, কারা গাড়িতে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে গতকাল শনিবার বগুড়া থেকে রাজশাহী অভিমুখে বিএনপির তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন: ফখরুল বললেন, ‘পারবে এবার ভোট চুরি করতে?’ জনতার জবাব, ‘না’

The post বিএনপির রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর appeared first on রাজনীতি সংবাদ.

]]>
https://rajnitisangbad.com/2023/09/17/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf/feed/ 0 41966