প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২২ ৩:০৩ : অপরাহ্ণ
আর্জেন্টিনায় ভোর হতে তখনও অনেক বাকি। হলে কি হবে! লিওনেল মেসিরা বিশ্বজয় করে ফিরছেন। দেশটির মানুষ কি আর ঘুমাতে পারে? না, আর্জেন্টিনার মানুষ ঘুমাননি। গভীর রাতে চ্যাম্পিয়ন ফুটবলাররা ফিরতেই তাই রাজসিক সংবর্ধনা পেলো দেশের মানুষের কাছ থেকে।
কাতারে বিশ্বকাপ মিশন শেষে নিজ দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২.২০ মিনিটে রাজধানী বুয়েন্স আয়ার্সে পৌঁছায় মেসির দল।
বিমানবন্দর থেকে ফুটবলারদের নেওয়া হয় ছাদখোলা বাসে।
মেসিদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। তারা উল্লাসে মেতে উঠেন। এরপর রাজসিক সংবর্ধনা দেওয়া হয় বিশ্বকাপ জয়ী ফুটবল টিমকে।
গত ১৮ ডিসেম্বর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ প্রতিক্ষার পর যাদের জন্য গোটা দেশ ভাসছে আনন্দে।
বিশ্বকাপজয়ী দলের দেশে ফেরা উপলক্ষ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।
সবশেষ ১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরেছিলেন ম্যারাডোনা।
মেসি কত টাকার মালিক, সেই অর্থ খরচ করেন কীভাবে
ধনকুবেরদের পকেটের খবর রাখা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, চলতি বছর ১৩০ মিলিয়ন ডলার (১৩ কোটি ৩৪ লাখের বেশি) আয় করেছেন মেসি। বর্তমানে তিনিই বিশ্বে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী অ্যাথলেট।
নিজের বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন থেকেই বছরে সাড়ে তিন কোটি ডলার আয় করেন মেসি।
সে হিসাবে প্রতি সপ্তাহে ৭ লাখ ৩৮ হাজার বা প্রতিদিন ১ লাখ ৫ হাজার বা ঘণ্টায় ৮ হাজার ৭৯০ টাকায় আয় করেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত গ্রীষ্মে পিএসজিতে যোগ দেয়ার সময় আড়াই কোটি ডলার জয়েনিং ফি নিয়েছিলেন মেসি।
কিন্তু মাঠের বাইরেও মেসি প্রচুর টাকা আয় করেন। মাঠের বাইরে থেকে গত বছর সাড়ে ৫ কোটি ডলারের বেশি আয় করেছেন মেসি।
এছাড়া ক্রিপ্টোকারেন্সি ‘ফ্যান টোকেন’ প্লাটফর্ম সোসিওস থেকে এক বছরের জন্য ২ কোটি ডলারের চুক্তি করেছেন ৩৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।
আরও পড়ুন:
৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির হাতেই স্বপ্নের শিরোপা