রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

বরিশালে প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ‘মানব লোগো’


প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২১ ১০:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ‘মানব লোগো’ প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা পিভিসি কাঠের ফ্রেম তুলে ধরে ফুটিয়ে তোলা হয় এ লোগোতে। এক লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করে ৯ হাজার ৪০৮ জন মানুষ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল সিটি করপোরেশন আয়োজিত এই এ ‘মানব লোগো’টি এক হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং এক হাজার ৮০০ ফিট প্রস্থ। মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোর্ট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে। এ লোগো প্রদর্শনীতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম এবং সিটি করপোরেশনের স্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে।

গত এক মাস ধরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে প্রায় দুই হাজার শ্রমিক দিন-রাত শ্রম দিয়েছেন। এই ‘মানব লোগো’ নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর