বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

একটি কাঁঠালের দাম সাড়ে ১৮ হাজার টাকা!


প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ
ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

লন্ডনের সবচেয়ে পুরনো এবং বড় একটি খাবার-দাবারের বাজারের নাম বারা মার্কেট। এই মার্কেটে একটি কাঁঠাল বিক্রি হচ্ছে ১৬০ পাউন্ডে (২১৮ ডলার)।

বাংলাদেশি টাকায় ১৮ হাজার ৭৭০ টা। এক ইউএস ডলার সমান ৮৬.১০ টাকা ধরে।

কাঁঠালের ছবিটি তুলেছিলেন বিবিসির রিপোর্টার রিকার্ডো সেনরা এবং এরপর ছবিটি টুইটারে ভাইরাল হয়, শেয়ার হয় এক লাখের বেশি।

একটা কাঁঠালের যে এত দাম হতে পারে, তা দেখে টুইটারে রীতিমত বিস্ময় প্রকাশ করলেন অনেকে।

রসিকতা করে কেউ কেউ বলছিলেন, এবার তারা লন্ডনে গিয়ে কাঁঠাল বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন।

একটি কাঁঠালের দাম সাড়ে ১৮ হাজার টাকা!

লন্ডনে একটি মাত্র কাঁঠালের এতো বেশি দাম হাঁকানোর কারণ কী? এই ফল এখানকার ভোক্তাদের কাছে অভিনব বলে?

আর আন্তর্জাতিক বাজারেই বা কেন সম্প্রতি কাঁঠালের দাম বেড়ে গেল?

এস্টানসিয়া ডাস ফ্রুটাস কোম্পানির প্রধান নির্বাহী সাব্রিনা সারটোরি জানান, প্রথমত, একটা মোদ্দা কথা মনে রাখা দরকার, কোন জিনিস কোথায় বিক্রি হচ্ছে, তার ওপরে আসলে নির্ভর করে এর দাম। এটা যে কোন জিনিসের বেলায় সত্য। এমন অনেক জায়গা আছে, যেখানে আপনি বিনামূল্যে এটি গাছ থেকে পেড়ে নিতে পারেন। কিন্তু অন্য অনেক জায়গায় আবার এই কাঁঠালের অনেক দাম।

সম্প্রতি উন্নত দেশগুলোতে কাঁঠালের বেশ চাহিদা তৈরি হয়েছে। এর পেছনে আছে নিরামিষাশীরা, যারা এখন মাংসের বিকল্প হিসেবে কাঁঠাল বেশ পছন্দ করে।

ব্রিটেনে এখন নিরামিষাশী মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ বলে ধারণা করা হয়। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

কাঁঠাল সবচেয়ে বেশি হয় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে।

এটি বাংলাদেশ এবং শ্রীলংকার জাতীয় ফল।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর