মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ শাবান, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন


বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৬টায় তিনি তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু জানান, আজ ভোরে আবদুল্লাহ আল নোমান অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। মৃত্যুর পর এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। তিনি তিন বারের সংসদ সদস্য ছিলেন। বিএনপির এই নেতা ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আবদুল্লাহ আল নোমান রাজনীতির শুরুটা করেছিলেন প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়ে। এরপর তিনি ১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৯ সালের ১১ দফা আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ নানা ইস্যুতে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭০ সালে স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ইয়াহিয়ার সামরিক আদালতে নোমানকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১৪ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭৩ সালে ভাসানীর ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে দলটিতে যোগ দেন তিনি। এরপর বিএনপির ১৫ বছর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর