বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬

মূলপাতা অন্যান্য

গুমের ঘটনায় অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক ডিজি আটক


ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলম

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

গুমের ঘটনায় অভিযুক্ত সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমকে আটক করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করে নিয়ে যায়।

জানা যায়, হাসিনার গুম-খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রেরও গুরুতর অভিযোগ রয়েছে।

তবে গুমের ঘটনায় ডিজিএফআইয়ের সাবেক এই ডিজিকে গ্রেপ্তার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে এ সম্পর্কে বিস্তারিত তথ‍্য জানা যায়নি। গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ১১ সেপ্টেম্বর মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আরও পড়ুন:

গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বাংলাদেশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর