বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ৯ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

শেখ মুজিবের মূর্তির মতো অবস্থা হলো সিরিয়াতেও!


সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বাবা হাফিজ আল-আসাদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৮ ডিসেম্বর ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

সিরিয়ার বর্তমান পরিস্থিতি যেন বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিচ্ছবি। বাংলাদেশে শেখ মুজিবের মূর্তির মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের মূর্তিও ভেঙে ফেলা হয়েছে।

রাজধানী দামেস্কের শহরতলীতে বিক্ষোভকারীরা ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে এই মূর্তিটির মাথা খুলে ফেলে, যা এক ধরনের প্রতিবাদ হিসেবে গণ্য হচ্ছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা ট্রাকে করে ভাস্কর্যটি নিয়ে যায়।

এই ঘটনার মাধ্যমে সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। সিরিয়া ইতোমধ্যেই বিপর্যয়ের মুখে রয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী গোষ্ঠীগুলো দামেস্কে প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট আসাদ নিজেও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

বিদ্রোহী গোষ্ঠী, বিশেষত হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে এই গোষ্ঠীগুলো একের পর এক শহর দখল করে ফেলেছে।

এদিকে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা এবং সোয়েদা শহরগুলো বিদ্রোহীদের দখলে চলে গেছে এবং সেখানে সরকারি বাহিনী পিছু হটেছে। সিরিয়ার এ অবস্থা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

এমন পরিস্থিতিতে, সিরিয়ার ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের একটি মজবুত তুলনা দেখা যাচ্ছে। যেখানে বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙ্গে ফেলেছিলো বিক্ষোভকারীরা, ঠিক তেমনি এখন সিরিয়ায় বাশারের বাবার মূর্তিও ভেঙে ফেলা হলো।

প্রেসিডেন্ট আসাদ এখনো দেশে ফিরতে সক্ষম হবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখন পর্যন্ত সিরিয়ায় রাজনৈতিক সংকট ও বিদ্রোহী গোষ্ঠীর বিজয়ী হওয়া যেন এক অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দেয়।

সূত্র: ফ্রান্স২৪

আরও পড়ুন: সিরিয়ায় আসাদের পতনের মাস্টারমাইন্ড কে এই আল-জোলানি?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর