রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. অনুপম সেন, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন।
অনুপম সেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ২০০৬ সাল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে ভিসিসহ তিন শিক্ষকের পদত্যাগের খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় মিছিল করেন। তারা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিইসি সড়কে যান।
এর আগে, গত ৪ ডিসেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’ ব্যানারে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। সেদিন তারা বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসসহ তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। আজ শনিবার আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসিসহ পুরো প্রক্টোরিয়াল বডির সবাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। সরকারের ফরমায়েশি কাজ করতে এসব চেয়ারে তারা বসে ছিলেন। আগে নানা সময় আমাদের ক্যাম্পাস এক জায়গায় করার ব্যাপারে আমরা দাবি দিয়েছিলাম। কিন্তু তারা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দাপট দেখিয়ে আমাদের কথা বাস্তবায়ন করেনি।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০০২ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের জমিতে রাষ্ট্রের ৪২ কোটি ৯৩ লাখ টাকা বিনিয়োগে প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটি পারিবারিক সম্পদে রূপান্তরিত করেন সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি ছাত্র ও গণহত্যার মাস্টারমাইন্ড সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাবা।
শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের পরিবারের তিন সদস্য ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রিমিয়ার ইউনিভার্সিটির পুরো ট্রাস্টি বোর্ড দখলে রেখেছেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সে সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।
আরও পড়ুন: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি