বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ৯ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে আয়কর বিভাগের নোটিশ



রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৫ ডিসেম্বর ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ

মাসে দেড় কোটি টাকার বেশি আয় করে ট্যাক্স ফাঁকি দেওয়া চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনকে নোটিশ দিয়েছে আয়কর বিভাগ। সংগঠনটিকে একদিনের মধ্যে টিন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন ও আয়কর রিটার্ন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অতিরিক্ত কমিশনার মো. আশরাফুল ইসলাম রাজনীতি সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম কর অঞ্চল-১ এর উপকমিশনার (সার্কেল-৬) মো. হুমায়ুন কবির এই নোটিশ পাঠান।

একদিন সময় বেঁধে দেওয়া হলেও আজ বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন নোটিশের জবাব দেয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর উপকমিশনার (সার্কেল-৬) হুমায়ুন কবির রাজনীতি সংবাদকে বলেন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনকে টিন রেজিস্ট্রেশনের জন্য একদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তারা একদিনের মধ্যে নোটিশের জবাব দেয়নি। এখন আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেবো।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাজনীতি সংবাদে ‘মাসে দেড় কোটি টাকা আয় করে কর দেয় না চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি চট্টগ্রাম আয়কর বিভাগের নজরে আসে।

 

ওই প্রতিবেদনে বলা হয়, দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মাসে দেড় কোটি টাকার বেশি আয় করে। প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাংকে এফডিআর আছে প্রায় ৫১ কোটি টাকার। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই সংগঠনটি সরকারকে কর দেয় না। ৪৯ বছরের এই সংগঠনটির টিন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) সার্টিফিকেটও নেই!

এই সংগঠনটি চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম হাউস, শাহ আমানত বিমানবন্দর ও প্রাইভেট কনটেইনার ডিপোতে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্যের অ্যাসেসমেন্ট ও শুল্ক পরিশোধ ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

প্রতিবেদনে আরও বলা হয়, অন চেসিস ডেলিভারি, ফটোস্ট্যট মেশিন, ব্যাংকের এফডিআর এবং সিঅ্যান্ডএফ টাওয়ার থেকে বছরে প্রায় ১৭ কোটি টাকা আয় হয় সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের। এ ছাড়া আরও বিভিন্ন খাত থেকে বছর কোটি টাকার বেশি আয় করে এই সংগঠনটি। সে হিসাবে বছরে ১৮ কোটি টাকার বেশি আয় করে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

আয়কর আইন-২০২৩ অনুযায়ী, বাণিজ্য সংগঠনকে বার্ষিক আয় থেকে ২৭.৫ শতাংশ এবং স্থায়ী আমানত সুদহার (এফডিআর) থেকে ২০ শতাংশ হারে কর দিতে হবে।

আরও পড়ুন: মাসে দেড় কোটি টাকা আয় করে কর দেয় না চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর