বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ | ২৮ কার্তিক, ১৪৩১ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

উপদেষ্টাদের আবারও দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়


ফাইল ছবি

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২৪ ৯:৪৬ : অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুজনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেষ্টাদের মধ্যে সাতজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। তবে শপথ নেওয়া নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রধান উপদেষ্টা নিজের হাতে এতদিন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রেখেছিলেন। সেখান থেকে তিনি খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন।

সালেহ উদ্দিন আহমেদের হাতে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ছিল। নতুন উপদেষ্টা বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এখন শুধু অর্থ মন্ত্রণালয় সালেহ উদ্দিনের হাতে রইল।

ড. আসিফ নজরুলের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছিল। তার কাছ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে ফারুকীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাসান আরিফের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় ছিল। তার হাত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল। আসিফকে শ্রম মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের হাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন: শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা 

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর