শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ | ২৩ কার্তিক, ১৪৩১ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপির র‍্যালিতে নেতাকর্মীর ঢল

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান


রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৮ নভেম্বর, ২০২৪ ৫:০৫ : অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি এ র‍্যালির আয়োজন করে।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতাকামী জনগণকে একটি বিষয় স্মরণ করিয়ে আমি আবারও সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই, আমি নিজেও সতর্ক থাকতে চাই। সেটি হলো-গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে-প্রশাসনে এখনো সক্রিয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। আর ২০২৪ সালের ৫ আগস্ট ছিল বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন।’

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। আজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার, অধিকার রক্ষার এবং নিজের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মিছিল। আজকের মিছিল সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার মিছিল।’

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে এখন থেকে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা তার দোসর বাহিনী দিয়ে এই দেশে লুটপাট করে খেয়েছিল। আমরা দীর্ঘ ১৭ বছর তার বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামাতে সক্ষম হয়েছি। কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা যেকোনো অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত আছি। এর জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আজকের এই র‍্যালিতে আমরা এটাই প্রমাণ করবো যে দেশের সব থেকে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। ৭ নভেম্বর বিপ্লবী গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।’

সমাবেশ শেষে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে এটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: এখনই বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া

মন্তব্য করুন


আরও খবর