মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

এইচএসসি ও সমমানের আরও চার পরীক্ষা স্থগিত



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৫ জুলাই ২০২৪, ২:১২ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার আটটি পরীক্ষা স্থগিত করা হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব পরীক্ষার সূচি জানানো হবে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে দুই দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। এর পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

এ বিষয়ে তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী ১১ আগস্টের পর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট কোনো সূচি ঠিক করা হয়নি।

এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য অনুকূল নয়। সরকার বরং চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, তারা স্কুল-কলেজ খোলার জন্য পরিস্থিতি দেখছেন।

নওফেল বলেন, আল্টিমেটাম দেওয়ার পর যখন সহিংসতার ঘটনা ঘটে, তখন দায় তাদের ওপর পড়ে, যারা আল্টিমেটাম দিয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের এই আন্দোলনে এ পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জুলাই (মঙ্গলবার) ৬ জন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) ৪১, শুক্রবার ৮৪, শনিবার ৩৮, রোববার ২১, সোমবার ৫, মঙ্গলবার ৩ ও গতকাল ৪ জনের মৃত্যু হয়। উল্লেখ্য, সোম, মঙ্গলবার ও বুধবার মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর