বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ২০ ভাদ্র, ১৪৩১ | ৩০ সফর, ১৪৪৬

মূলপাতা বিএনপি

পাক হানাদার বাহিনীর মতো হামলা চালিয়েছে ছাত্রলীগ: মির্জা ফখরুল 


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৪ ৩:১৯ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক আন্দোলন দমন করতে ছাত্রলীগ পাক হানাদার বাহিনীর মতো একই কায়দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল মনে হয়েছে, আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি। আওয়ামী লীগ সরকার গত একদিনে যা ঘটিয়েছে, তা দেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা। হাসপাতালেও আহতদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘ন্যায্য দাবি আদায় করতে নেমে শিক্ষার্থী যে হামলার শিকার হয়েছে, তাতেই উপলব্ধি করা যায় এই সরকার কতটা ভয়াবহ।

শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন ছিল এনএসএফ। আইয়ুব খানের দলের ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন; তারা এভাবেই আমাদেরকে আক্রমণ করতো, আমাদের সভা পণ্ড করতো, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র নিয়ে।’

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা তো এর বাইরে যেতে পারেননি। আজকে একইভাবে সাধারণ ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য অস্ত্রশস্ত্র হাতে আপনাদের বাহিনী লেলিয়ে দিয়েছেন। তারা ভয়াবহ অত্যাচার-নির্যাতন করে তাদের দমন করার চেষ্টা করছেন।’

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ। এখানে কোনো বিচার নেই। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অধিকার আদায়ে দেশের মানুষকে জেগে উঠতে হবে এখনই।’

আরও পড়ুন:

ঝিনাইদহে পুলিশের সামনেই শিক্ষার্থীদের লাঠি-রড দিয়ে পেটালো ছাত্রলীগ

মধ্যরাতে জাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি

লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ, আহত ৫০

ঢাবিতে আবার ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর