রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৪ ১১:৩৭ : পূর্বাহ্ণ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবার রাজপথে নেমেছেন দাবিতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তারা রাজধানীর বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
দুই স্থানে অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ১০টার দিক থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
উল্লেখ্য, কোটাবিরোধী চলমান আন্দোলনে গতকাল সোমবার দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বহিরাগতরা। এ সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে (ঢামেক) চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ হামলা চালানো বহু পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রাতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আরও পড়ুন:
মধ্যরাতে জাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি
লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ, আহত ৫০
ঢাবিতে আবার ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ