সোমবার, ১ জুলাই, ২০২৪ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ২৪ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি নেতাদের মুখের বিষে যত জোর, আন্দোলনে ততো নেই: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জুন, ২০২৪ ৬:১১ : অপরাহ্ণ
আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি নেতাদের মুখের বিষে যত জোর, আন্দোলনে ততো জোর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারেক রহমান লন্ডনে বসে মেইড ইন লন্ডন কর্মসূচি দেয়। ফরমান আকারে নতুন নেতৃত্ব পাঠায়। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই মেইড ইন লন্ডন কর্মসূচি মানে কী? খেলা কিন্তু হবে, বিএনপিকে ছেড়ে দেওয়া হবে না।’

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। উইকেট যায়, নতুন উইকেট আসে। একজন গেলো, আরেকজন এলো। মধ্যরাতের ফরনমান। পদ হারাবার ভয়ে মির্জা ফখরুল আর গয়েশ্বররা এখন তারেক বন্দনায় ব্যস্ত।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে ভারতে যখন নরেন্দ্র মোদি জিতে। তখন ভোরবেলা বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে ভারতীয় হাইকমিশনে গেছেন যদিও হাইকমিশন বন্ধ ছিল। আর এখন তাদের কন্ঠে ভারতবিরোধীতা। আবার শুনলাম তারা না কি ভারত বন্দনা শুরু করবে। এতে কোনো লাভ হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ দুর্নীতি করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে ছাড় দেবেন না। দুর্নীতবাজরা সাবধান হয়ে যান। নিজ দলের নেতাকর্মীদের দুর্নীতির সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তাদের নেতা তারেক রহমান দুর্নীতির বরপুত্র। আর বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কোন মুখে?’

 

সাংবাদিকদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বলেছিলাম, বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো। গণমাধ্যমে খবর হয়, আমরা নাকি পাল্টাপাল্টি করছি। গতকাল আমরা সাইকেল র‍্যালি করেছি, বিএনপির কি কিছু ছিল? তাহলে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই অপবাদ দিচ্ছেন? আমরা সারাবছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন।’

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আ.লীগের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর