সোমবার, ১ জুলাই, ২০২৪ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ২৪ জিলহজ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে বিতর্ক করবো, প্রশ্ন ড. ইউনূসের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ জুন, ২০২৪ ২:০৩ : অপরাহ্ণ
শান্তিতে নোবেল বিজয়ী অর্থিনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
Rajnitisangbad Facebook Page

শান্তিতে নোবেল বিজয়ী অর্থিনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর ড. ইউনূস এ বিষয়ে কী বলেন, সেটা জানতে জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অবশেষে সে কৌতূহলের অবসান হয়েছে। সাংবাদিকদের কাছে ড. ইউনূস প্রশ্ন রেখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে বিতর্ক করবো?’

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিন (২৮ জুন) চা বিরতির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ড. ইউনূস। সেখানেই এ নিয়ে কথা বলেছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার নানা বিষয়ে ভিন্নমত আছে-এ কথা বলতেই ড. ইউনূস অবাক হয়ে বলেন, ‘কোন বিষয়ে ভিন্নমত আমি তো জানি না!’

জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে, এই ভিন্নমত দূর করতে তিনি আপনার সঙ্গে বিতর্ক করতে চান। আপনি এ ব্যাপারে কী বলবেন?

জবাবে ড. ইউনূস বলেন, ‘বিতর্ক তো হয় বিতর্কিত বিষয় নিয়ে। এখানেতো বিতর্কের কিছু নাই! হয় আপনি করেন, না হয় করবেন না। কেউ তো বিতর্ক করতে যাচ্ছে না। কী বিষয়ে বিতর্ক করবো? এখানে (সামাজিক ব্যবসা সম্মেলনে) কেউ কোনো বিতর্ক এনেছে?’

 

তখন তাকে পাল্টা প্রশ্ন করা হয়-বিতর্ক হলে তো অবশ্যই আপনি রাজি আছেন?

উত্তরে ড. ইউনূস বলেন, ‘কী নিয়ে বিতর্ক হবে, একটা বিষয় তো থাকতে হবে। বিষয় ছাড়া কীভাবে বিতর্ক হবে!’

তখন তাকে বলা হয়, আপনি আগে রাজি হলে তখন হয়তো বিষয় বলা হবে।

জবাবে ড. ইউনূস মৃদু হেসে বলেন, ‘এটা কী ধরনের কথা! আমি আগে রাজি হবো, তারপর বিষয় নির্ধারিত হবে…।’

উল্লেখ্য, গত ২৫ জুন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী ড. ইউনূস প্রসঙ্গে বলেন, ‘আজকে তিনি (ড. ইউনূস) যেখানে উঠেছেন সেখানে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলাম আমিই। উনাকে (ড. ইউনূস) জেলাসি (ঈর্ষা) করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সঙ্গে, আমেরিকায় ডিবেট হয় না, চলুক, আসুক কথা বলবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জীবনেও নোবেল পুরস্কারের আমার কোনো আকাঙ্ক্ষাও নেই। কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নাই, পয়সাও নাই। আর আমি কখনো ওটা চাইনি।’

আরও পড়ুন: নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা নেই, ড. ইউনূসকে ঈর্ষা করার কী আছে?

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর