বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ভারতকে রেলপথ তৈরির অনুমতি দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে: রিজভী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ জুন, ২০২৪ ২:৩৪ : অপরাহ্ণ
বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী
Rajnitisangbad Facebook Page

বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে রেলপথ তৈরি করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ‘ইন্টিলিজেন্স’ ব্যবস্থা ভেঙে পড়বে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেলপথ বাস্তবায়ন করে তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের ওপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর-পূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে।

জনগণের মতামত ছাড়া দেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরি করার অনুমতি দিচ্ছে জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার। কিন্তু ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর