বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ধর্ম

নামাজে সিজদার সময় আগে নাক না কপাল রাখতে হবে?



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ জুন, ২০২৪ ৩:০৩ : অপরাহ্ণ

ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত হলো নামাজ বা সালাত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয়। রাসুলুল্লাহ (সা.) নামাজ পড়ার পদ্ধতি সবিস্তারে বর্ণনা করেছেন। এর মধ্যে এমন কিছু নিয়ম-কানুন রয়েছে, যা করলে সমস্যা নেই, না করলেও গুনাহ নেই।

আবার কিছু নিয়ম-কানুন আগে-পরে পালন করলেও সমস্যা নেই। তেমনই একটি বিষয় হলো-নামাজে সিজদার সময় মাটিতে আগে নাক না কপাল রাখতে হবে? বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে।

হাদীস শরীফে নাক ও কপাল দ্বারা সিজদা করার কথা বলা হয়েছে। কিন্তু নাক ও কপালের মধ্যে কোনটি আগে রাখবে-এ বিষয়ের সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই।

ফকিহগণদের (ফিকহ শাস্ত্রে পন্ডিত) অনেকে বলেছেন, নামাজে সিজদার সময় জমিনে আগে কপাল রাখার কথা বলেছেন।

আল্লামা ইবনে আবেদীন শামী (রহ.) সিজদার সময় আগে কপাল রাখার মতকে প্রাধান্য দিয়েছেন।

প্রখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামাহ (রহ.) বলেছেন, ‘সিজদার সময় মাটিতে প্রথমে কপাল রাখবে এরপর নাক রাখবে।’-(আল-মুগনী, ১/৩৭০ পৃষ্টা)।

আবার অনেক ফকিহগণ নামাজে সিজদার সময় জমিনে আগে নাক রাখার পক্ষে মত দিয়েছেন।

সুতরাং এ সম্পর্কে হাদীসে যেহেতু সুস্পষ্ট কোনো বর্ণনা নেই এবং ফকীহগণ থেকেও দুই ধরনের বক্তব্য পাওয়া যায়, তাই যে কোনোটির উপর আমল করা যাবে। উভয় পদ্ধতিই সহীহ। এর কোনোটিকে ভুল বলা যাবে না।

আরও পড়ুন:

নামাজে সিজদার সময় আগে হাঁটু না হাত রাখতে হবে?

প্রস্রাব-পায়খানা ও বায়ু চেপে রেখে নামাজ পড়া যাবে কি?

জোহর ও আসরের ফরজ নামাজে কিরাত চুপেচুপে পড়ার কারণ কী?

আজান-ইকামতে রাসুলের নাম শুনে কি আঙুল চুমু খেয়ে চোখে লাগাতে হয়?

টাখনুর ওপরে প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি হবে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর