রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

কারা বেনজিরকে বিমানে তুলে দিয়েছে, ফখরুলের উদ্দেশে কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ জুন, ২০২৪ ৩:১২ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের, বেনজীর আহমেদ ও মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সরকারের সহায়তায় পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ বিদেশে পালিয়েছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের কারা গিয়ে তাকে (বেনজীর) বিমানে তুলে দিয়েছে? কোন সংস্থা গিয়ে তাকে তুলে দিয়েছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না।’

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর আহমেদ যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে। বিষয়টি দুদক তদন্ত করছে। এটা একটা প্রক্রিয়া। সরকার আগবাড়িয়ে কিছু করতে পারে না।’

আরও পড়ুন: ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বেনজীর দেশ ছেড়েছেন: মির্জা ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তদন্ত-মামলা-গ্রেপ্তার-সবকিছুর একটা আইনি প্রক্রিয়া আছে। সরকার এখানে দুদককে ডিঙিয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতিবিরোধী যেসব সংস্থা আছে, তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে।’

বিএনপির আমলে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ক্ষমতায় এলে তাদের নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।’

আরও পড়ুন: পরিবার নিয়ে দেশ ছেড়েছেন বেনজীর

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর