শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা


প্রচণ্ড গরমের মধ্যে আজ শিক্ষার্থীদের স্কুলে যেতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২৪ ৮:২৭ : অপরাহ্ণ

চলমান তাপদাহের কারণে দেশের ৫ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাপদাহের কারণে আগামীকাল সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয়। সেই ছুটি শেষে আজ রোববার হিট অ্যালার্টের মধ্যেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে দেশের পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধের সিদ্ধান্ত এলো।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুললো শিক্ষাপ্রতিষ্ঠান, চিন্তিত অভিভাবকরা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর