মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২৪ ১০:১৪ : পূর্বাহ্ণ
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

মিয়ানমারে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।

গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ৪৬ জন সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের বাহিনীর সঙ্গে আরাকানের বিদ্রোহীদের সংঘাত চলেছ। মঙ্গলবার রাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৪৬ সীমান্তরক্ষী।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে নতুন করে ৪৬ জন মিয়ানমারের বিজিপি সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। তাদের নিরস্ত্র করে বিজিবি ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে মোট ২৬০ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর