বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

ঈদের আগে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৮ এপ্রিল ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ

ঈদুল ফিতরের আগে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়ে নতুন রেকর্ড গড়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে।

এতে এই ক্যাটাগরির স্বর্ণের দাম পড়বে এখন প্রতি ভরি ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। এখন পর্যন্ত এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ বিকেল থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৪ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৮ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৬ এপ্রিল ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। এতে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর