বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

বুয়েটে ঢুকে পড়লো ছাত্রলীগ


ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিল সহকারে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৪ ৩:৩৭ : অপরাহ্ণ

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ শেষে বুয়েটে ( বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে প্রবেশ করেছে ছাত্রলীগ।

আজ রোববার দুপুরের দিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে তারা মিছিল সহকারে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশের পর বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করতে করতে বুয়েট ক্যাম্পাস ত্যাগ করেন।

এর আগে, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে।’

সমাবেশে বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণার প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে রাব্বির সিট ফেরত দিতে বুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র সংগঠনটি।

এ সময় বুয়েটের মূল ফটক এবং বিভিন্ন হলগুলোর প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়।

এদিকে আজ দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাসে আবারও ছাত্ররাজনীতি চালু করা যেতে পারে।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর