শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বুয়েটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৪ ৭:২৬ : অপরাহ্ণ
বুয়েট ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজনীতিমুক্ত ও অপশক্তিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা না পেলে পরীক্ষায় অংশ নেবেন না জানিয়েছেন বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রোববার বিকেলে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানিয়েছেন।

পরীক্ষা বর্জন প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বুয়েটের ২০ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল, উক্ত পরীক্ষায় দুই-তিনজন বাদে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। ২০ ব্যাচের ১২১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২১১ জনই পরীক্ষায় অংশ নেয়নি। এ থেকেই শিক্ষার্থীদের সম্মিলিত নৈতিক অবস্থান ক্যাম্পাসে পুনরায় ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার বিরুদ্ধে কতটুকু সুদৃঢ় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়।’

তারা বলেন, ‘নিরাপত্তাজনিত তীব্র শঙ্কার কারণে কেউ কোনোরুপ সমাগম করেনি। ক্যাম্পাসের আশপাশের সকল এলাকায় গতকাল রাত থেকে ক্রমাগত সাইকিং, শিক্ষার্থীদের ফোন কলে হুমকি ধামকি প্রদান, সোশ্যাল মিডিয়ায় নানারকম গুজব, বুয়েট শিক্ষার্থীদের মিথ্যা ট্যাগ দেওয়া, শিক্ষার্থীদের ছবি নাম পরিচয়সহ পোস্ট করে তাদের ব্যক্তিগত নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হয় এমন সকল অপপ্রচার চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে বুয়েট ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা বুয়েটের শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘বুয়েট ক্যাম্পাসের বাইরেও শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নিরাপত্তাজনিত এ সকল কারণে বুয়েট শিক্ষার্থীদের আজ ক্যাম্পাসে অবস্থান না নেওয়া মানে এই নয় যে, বুয়েট শিক্ষার্থীরা তাদের ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাস এর দাবি থেকে সরে এসেছে। এ দাবি বুয়েটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীদের বলে জানান তারা।’

ছাত্র রাজনীতি ছাড়াই বুয়েট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ঘটছে জানিয়ে তারা বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীরা বরাবরই একটি নিরাপদ এবং মুক্ত ক্যাম্পাস চেয়ে এসেছে। যেখানে ক্ষমতাচর্চার লোভ লালসার শিকলে আবারও জিম্মি হয়ে যাবে না সকলের নিরাপত্তা, শিক্ষাঙ্গনের উপযুক্ত পরিবেশ।’

হিযবুত তাহরীরসহ উগ্রবাদী সংগঠনের ক্রিয়াকলাপ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমানে হিযবুত তাহরীর নিয়ে কথা উঠেছে। এটি কোনো রাজনৈতিক দল না বরং নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এদের কর্মকাণ্ড আমরা ক্যাম্পাসে দেখতে পাই বহিরাগতদের (সিসি ফুটেজ অনুযায়ী) লাগানো বিভিন্ন পোস্টার, মেইল বা প্রচারপত্র ইত্যাদির ভিত্তিতে। তাদের পরিচয় সম্পর্কে আমরা স্পষ্ট না। আমরা হিজবুত তাহরীরের নিঃসন্দেহে সম্পূর্ণ বিপক্ষে এবং এ জাতীয় অপশক্তির উত্থান যেন বুয়েটে না হয় এজন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

আরও পড়ুন: 

বুয়েটে ঢুকে পড়লো ছাত্রলীগ

বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর