রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত


ফাইল ছবি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২৪ ১১:৩২ : পূর্বাহ্ণ

চারদিনের মাথায় লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

গতকাল শুক্রবার রাত ১টার দিকে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের একশত গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুরুলী চন্দ্র (৪৩)। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে।

আহতরা হলেন-একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরলী ও তার সঙ্গী অন্তত ১০ থেকে ১২ জন গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সে সময় বিএসএফ গুলি চালালে দুইজন মাটিতে লুটে পড়েন। সঙ্গীরা তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। চিকিৎসার জন্য তাদের দুজনকেই রংপুরে নেওয়া হচ্ছিল। পথে মুরলীর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। গুলিবিদ্ধ আরও একজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে লিটন মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হন। একই দিন নওগাঁ সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

আরও পড়ুন: 

বিএসএফের গুলিতে আহত তরুণের মৃত্যু, স্বজনদের আহাজারি

বিএসএফের গুলিতে নওগাঁয় নিহত ১, লালমনিরহাটে আরেকজন গুলিবিদ্ধ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর