রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ মার্চ, ২০২৪ ৫:০৩ : অপরাহ্ণ
সরকারি হিসাব মতে চার কোটির ওপরে মানুষ অনাহারে জীবন কাটাচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে দুর্ভিক্ষ চলছে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘যারা একটু অবস্থাসম্পন্ন, তাদেরই ধার করে চলতে হয়। যাদের স্বচ্ছলতা নেই, তাদের অবস্থা আরও খারাপ। অথচ সরকারের এসব চোখে পড়ে না।’
সংসদের এই বিরোধী দলীয় নেতা বলেন, ‘‘জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ সবাইকে সুযোগ দিয়েছিলেন। নিজস্ব কোনো গোষ্ঠী তৈরি করেননি। যাদের স্বার্থে আঘাত লেগেছে, তারাই এরশাদকে ‘স্বৈরাচার’ বলে। এরশাদের আমলে ‘পিসকিপিং মিশন’-এ যখন সৈন্য পাঠানো হয়, তখন আওয়ামী লীগ-বিএনপি হরতাল করে এর বিরোধিতা করেছিল। সাধারণ মানুষ কখনও এরশাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। তাই জনসাধারণ তাকে মনে রেখেছে।’’