রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের ভোট গণনায় হামলা, মারামারি



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৪ ৯:১৭ : পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনায় হামলা করেছে বহিরাগতরা। এ ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভোট গণনা বন্ধ রয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, হামলাকারীরা স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর সমর্থক। তিনি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। বহিরাগতরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহ মঞ্জুরুল হকের সমর্থকদের মারধর করে। তারা সাইফ নামে এক সহকারি অ্যাটর্নি জেনারেলকে বেধড়ক পেটায়। তাকে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, নির্বাচনে দুদিনের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়। পরে রাত ১০টার পর ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা হতে দেয়নি বহিরাগতরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফজর নামাজের পরে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিছু বহিরাগতরা বারে প্রবেশ করে আইনজীবীদের মারধর করেছে। এ সময় চাপের মুখে প্রধান নির্বাচন কমিশনার সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে জয়ী ঘোষণা করেন।

সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি) ও সদস্য ৭টিসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ জন প্রার্থী হয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল লড়ছেন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাঈদ সাগর, সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। এর বাইরেও যুবলীগ সভাপতির স্ত্রী নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে লড়ছেন।

এ ছাড়া প্রবীণ আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমানও লড়ছেন সভাপতি পদে। দুই দিনব্যাপী নির্বাচনে এবারের ভোটার সাত হাজার ৮৮৩ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর