রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি, আ.লীগকে ফারুক


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ মার্চ, ২০২৪ ৯:০৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগকে পুলিশ ছাড়া মাঠে নামতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মৃত, এদেশে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ যা বলে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে। তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি, কেমন পারেন।’

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনাদের পায়ের নিচে মাটি নেই। রাষ্ট্রীয় যন্ত্র, পুলিশ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছাড়া আপনাদের আর কিছুই নেই। আর আছে সব মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী হাছান মাহমুদের সুন্দর সুন্দর কথা। এই লোকটা কী পেয়েছে দেশটাকে? পাত্তাই দিতে চায় না। পাত্তা দিবেন, যে সৈনিকরা জেগে উঠেছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

এই বিএনপি নেতা বলেন, ‘এই সরকার দুর্নীতিবাজ, এদের আমলে কোনো কিছুরই নিরাপত্তা নাই। প্রাকৃতিক দুর্যোগ তো বারবার আসছে। সবচেয়ে বড় দুর্যোগ আমাদের মাথার উপরে চেপে বসে আছে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি। দেশে এখন গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নেই।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘মার্চ মাস মানেই জিয়া, মার্চ মাস মানেই শহীদ জিয়া’।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর