বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

আগুন লাগলে এলার্ম বাজিয়ে সতর্ক করবে রোবট!


এই রোবটের আবিস্কারক বরিশালের ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদার।

রাজনীতি সংবাদ প্রতিনিধি, বরিশাল প্রকাশের সময় :১ মার্চ, ২০২৪ ৬:২৩ : অপরাহ্ণ

অফিস আদালতে, শিল্প-কারখানার আগুন লাগলে মানুষের মতো আশপাশের লোকজনকে বাংলা ভাষায় ডেকে এলার্ম বাজিয়ে সতর্ক করে দিতে পারবে রোবট ‘রিবা’।

এ ছাড়াও এই রোবট বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার ও পাইপ লাইনের লিকেজ হলে অ্যালার্ম বাজিয়ে তাও সতর্ক করে দিতে পারবে।

এই রোবট আবিস্কার করেছেন বরিশালের এইচএসসি পাশ ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদার।

ইরানের আবিস্কৃত রোবট ‘রিবা’ আগুন লাগা ছাড়াও রোগীর শরীরের তাপমাত্রা ও ব্লাড প্রেসার সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করতে পারবে।

নতুন উদ্ভাবিত এই রোবট একজন চিকিৎসক, শিক্ষক, অভিভাবকের মতো নির্দেশক হিসেবে কাজ করার সাথে সাথে মানুষের ব্যক্তিগত সহকারীর (পিএস) মতো বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারবে।

ইরানের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামে। তার বাবা ইব্রাহিম সরদার কাতার প্রবাসী এবং মা একজন গৃহিণী।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর