মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা বিএনপি

অচিরেই শাসকগোষ্ঠীকে মাথানত করতে হবে: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও আওয়ামী সরকারের দুঃশাসনে জনগণকে পরাধীন জীবনযাপন করতে হচ্ছে। তবে জনগণের শক্তির কাছে অচিরেই এই শাসকগোষ্ঠীকে মাথানত করতে হবে।

আজ বুধবার রাতে এক বিবৃতিতে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ অন্যান্য নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন তিনি।

গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনাকে ‘সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী শাসকগোষ্ঠি মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুন্ন করে এখন জনগণসহ বিরোধী দলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে, নির্মম নিষ্ঠুরতা দেখাচ্ছে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত জোনায়েদ সাকিসহ অন্যান্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে এ ধরনের পুলিশি হামলার নিন্দা জ্ঞাপনের পাশাপাশি গ্রেপ্তারদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের হামলা, বেধড়ক লাঠিপেটা, আহত ৫০

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর